এক নজরে হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার, সুনামগঞ্জ
সম্পর্কিত তথ্যাবলীঃ
খামারের পটভূমি
হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার, সুনামগঞ্জ ২০০৫ খ্রিঃ সালে ডাক হ্যাচারি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় স্থাপন করা হয়। সুনামগঞ্জ শহর থেকে ৬ কিঃ মিঃ পূর্বদিকে কোরবান নগর ইউনিয়নে ৪ একর জমির উপর খামারটি স্থাপিত। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র খামার হতে উন্নত জাতের হাঁসের বাচ্চা এবং উন্নত জাতের হাঁসের ডিম উৎপাদন করে সরকারি মূল্যে খামারীদের নিকট বিক্রি করা হচ্ছে। এছাড়াও খামারীদের হাঁস পালনে প্রশিক্ষণ প্রদান, হাঁসের বিভিন্ন টিকা প্রদান, বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁসের বাসস্থান এবং খাদ্য সম্পর্কিত বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। অত্র খামারটি গুনগতমান সম্পন্ন উন্নত জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করে জনসাধারণের মধ্যে বিধিমত সরবরাহের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনাঃ
২০২৩-২০২৪ অর্থ বছরে মে/২৪ পর্যন্ত এ খামারে গড়ে ৭০৫ টি লেয়ার হাঁস পালনের মাধ্যমে ১,২২,২৮১ টি ডিম উৎপাদন করা হয় এবং খামারটিতে ১৩,৭৮৬ টি গুনগতমান সম্পন্ন হাঁসের বাচ্চা উৎপাদন করে জনসাধারণের মধ্যে বিধিমত সরবরাহের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়াও অত্র খামার হতে মাংস ও ডিমের যোগান দেওয়ার ফলে দেশে প্রাণিজ আমিষের ঘাটতি সামান্য হলেও মিটানো সম্ভব হয়।
অবকাঠামোর তথ্যাদি:
বিবরণ |
সংখ্যা |
|
ক্র. নং |
বিবরণ |
সংখ্যা |
|
১ |
অফিস বিল্ডিং |
০১ (৩য় তলা) |
|
৫ |
হাঁস পালন উপযোগী সেড |
০৪ |
২ |
হ্যাচারি বিল্ডিং |
০১ |
|
৬ |
হাঁস পালন মেরামত যোগ্য সেড |
০১ |
৩ |
খাদ্য গুদাম (মেরামত যোগ্য) |
০১ |
|
৭ |
মেরামত অযোগ্য সেড |
০২ |
৪ |
ডরমেটরি বিল্ডিং (মেরামত যোগ্য) |
০১ |
|
|
|
|
জনবলের বিবরণী
পদের নাম |
অনুমোদিত |
কর্মরত |
শূন্য পদ |
প্রেষণে |
সিনিয়র সহকারী পরিচালক (ক্যাডার পদ) |
০১ |
|
০১ |
|
পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার (ক্যাডার পদ) |
০১ |
০১ |
|
|
পোল্ট্রি টেকনিশিয়ান |
০১ |
|
|
০১ |
হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার |
০১ |
|
|
|
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
০১ |
|
|
|
ডাক এটেনডেন্ট |
০২ |
|
|
০১ |
হ্যাচারী এটেনডেন্ট |
০২ |
|
|
|
নিরাপত্তা প্রহরী |
০১ |
|
|
০১ |
মোটঃ |
১০ |
০১ |
|
০৩ |
বর্তমানে কর্মরত জনবলের তথ্যাদিঃ-
কর্মকর্তাঃ- ০১ জন মো.লিটন মিয়া, পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত)
|
কর্মচারীঃ-০৪ জন ১।বিনয় পাল,পোল্ট্রি টেকনিশিয়ান (প্রেষণে কর্মরত) ২।আবু খালেদ, ডাক এটেন্ডেন্ট (প্রেষণে কর্মরত) ৩।আবু সাঈদ,নিরাপত্তা প্রহরী (প্রেষণে কর্মরত) ৪।শরীফ রনি,অদক্ষ শ্রমিক (প্রেষণে কর্মরত)
|
লক্ষ্যমাত্রা সংক্রান্ত তথ্যাদি (২০২৪- ২০২৫)ঃ
ক্রমিক নং |
লক্ষ্যমাত্রার বিষয় |
২০২৪-২৫অর্থ বছরে লক্ষ্যমাত্রা |
১ |
লেয়ার পালন (গড়ে) |
১০০০ |
২ |
ডিম উৎপাদন |
১,৪৫,০০০ |
৩ |
ডিম উৎপাদনের হার |
৫০% |
৪ |
একদিনের বাচ্চা উৎপাদন |
৫০,০০০ |
৫ |
বাচ্চা উৎপাদনের হ্যাচাবিলিটি |
৫০% |
৬ |
খামারে বাচ্চা পালন |
৩,০০০ |
৭ |
খামারে রিপ্লেসমেন্ট স্টক পালন |
১,২০০ |
বর্তমান হাঁসের সংখ্যাঃ
মোট হাঁস ঃ ১২৩১ টি |
হাঁসাঃ ২০৬ টি |
বয়সঃ ১৩০ দিন (০৬/১২/২০২৪) |
হাঁসীঃ ১০২৫ টি |
সমস্যা ও চ্যালেঞ্জঃ
উৎপাদনে প্রতিবন্ধকতাঃ
প্রকল্প শেষ হওয়ার পর খামারটি রাজস্ব বাজেটে স্থানান্তরের অন্তর্বর্তীকালীন সময়ে সঠিক জনবল না থাকায় সুষ্ঠু রক্ষণাবেক্ষনের অভাবে খামারটির হ্যাচারি মেশিন ও জেনারেটর মেশিন নষ্ট হয়ে যায় এবং হাঁসের বাচ্চা উৎপাদন বন্ধ থাকে। খামারটি স্থাপনে জায়গা নির্বাচনের ক্ষেত্রে এই ডাকুয়াখালি হাওরের মধ্যস্থলে মাটি ভরাট করে অবকাঠামোগুলো নির্মাণ করা হয়। একদিকে নির্মাণাধীন ত্রুটি অপরদিকে হাওরের মধ্যস্থলে এঁটেল মাটি ভরাট করে অবকাঠামোগুলো নির্মাণ করায় অল্পদিনের মধ্যেই মাটি ধ্বসে যায়। সাম্প্রতিক ঝড় ও বন্যায় খামারের অভ্যন্তরে প্রবেশের রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পরে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস